মিতু হত্যা: অস্ত্র মামলার বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : প্রাক্তন পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় অস্ত্র আইনের মামলায় দুই আসামির বিচার কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার মিতু হত্যায় অস্ত্র মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ শাহনুর।

এই মামলার আসামিরা হলেন হত্যায় অস্ত্র সরবরাহকারী এহতেশামুল হক ভোলা এবং অস্ত্র বহনকারী মনির হোসেন।

চট্টগ্রাম মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী এই মামলার বিচার কার্যক্রম শুরুর বিষয়টি নিশ্চিত করেন। আদালত আগামী বছরের ১৮ জানুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছেন। আসামিরা কারাগারে রয়েছেন।

প্রসঙ্গত, গত ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসির মোড় এলাকায় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনার পরদিন পাঁচলাইশ থানায় বাবুল আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।