মিরপুরে ব্লু হোয়েলে ‘আসক্ত’ কিশোরের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : মিরপুরের কাজীপাড়ায় সাইম দেওয়ান (১৫) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। মঙ্গলবার দুপুরে লাশের ময়নাতদন্ত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) সম্পন্ন হয়।

হাতে তিমি মাছের ছবি থাকায় ব্লু হোয়েল গেমে আসক্ত হয়ে সে আত্মহত্যা করতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

মঙ্গলবার বিকেলে মিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, ‘সোমবার রাতে কাজীপাড়ার বাসায় ওই কিশোর গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। তার হাতে মাছের ছবি আছে। এ থেকে ধারণা করা হচ্ছে ব্লু হোয়েল গেমে সে আসক্ত ছিল। তদন্তের পর আরও বিস্তারিত বলা যাবে।’

হাসপাতালে সাইমের বাবা বাবু দেওয়ান সাংবাদিকদের বলেন, ‘ষষ্ঠ শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে সাইম। মিরপুরে তাদের একটি বইয়ের দোকান আছে। সেটি চালাত সে। কিছু দিন হলো তার মধ্যে অনেক পরিবর্তন দেখা যায়। ফুলহাতা শার্ট পরা থাকায় মাছ আঁকার বিষয়টি জানা ছিল না। সে মোবাইলে গেম খেলতো। কিন্তু কে জানতো এ গেমই তার জীবনে কাল হবে।’

মঙ্গলবার দুপুরে ঢামেক হাসপাতালে সাইমের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস সাংবাদিকদের বলেন, ‘সাইমের গলায় দাগ আছে। এছাড়া হাতে তিমি মাছ আঁকা আছে। সুচালো কিছু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মাছটি আঁকা হয়েছে। গলা থেকে টিস্যুও সংগ্রহ করা হয়েছে।’