মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক অপসারণের দাবি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক বদরুদ্দিন হাওলাদারকে অপসারণের দাবি জানিয়েছে স্কুলের শিক্ষক-কর্মচারীরা।

তাদের অভিযোগ, প্রধান শিক্ষক দুর্নীতিবাজ এবং গত চার মাস ধরে শিক্ষকদের বেতন আটকে রেখেছেন।

বোরবার প্রেসক্লাব সংলগ্ন হাইকোর্ট মোড়ে মানববন্ধনে এ দাবি জানান তারা। মানববন্ধনে শতাধিক শিক্ষক-কর্মচারী অংশ নেন।

শিক্ষকেরা জানান, প্রধান শিক্ষক বদরুদ্দিন হাওলাদার স্কুলে যোগদানের পর থেকে অনেক অনিয়ম করছেন। এর আগে তেজগাঁওয়ে একটি স্কুলে কর্মরত অবস্থায় তিনি দুর্নীতির অভিযোগে জেলও খেটেছেন। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় হাইকোর্ট, ঢাকা শিক্ষা বোর্ড, শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয় তার স্বাক্ষরে ব্যাংক লেনদেন, ম্যানেজিং কমিটি গঠন ও যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করায় প্রতিষ্ঠানের ২৫০ জন শিক্ষক-কর্মচারী গত চার মাস ধরে বেতন পাচ্ছেন না। এ অবস্থায় শিক্ষক-কর্মচারীরা দুর্বিসহ জীবন যাপন করছেন।

তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের কাছে শিক্ষকদের দাবি, দ্রুত প্রধান শিক্ষককে অপসারণ করে চার মাসের বেতন ভাতা দেওয়ার ব্যবস্থা নেওয়া হোক।

মানববন্ধনে ছিলেন, সিনিয়র শিক্ষক মো. বাছির উদ্দিন, সিনিয়র শিক্ষক মামুন অর রশিদসহ শতাধিক শিক্ষক-কর্মচারী।