মিশরের সড়ক দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ মিশরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২১ জন। বুধবার রাতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আরো তিন যাত্রী গুরুত্বর আহত হয়েছেন।

দেশটির দক্ষিণাঞ্চলে আসিউত প্রদেশে ঘটে এ দুর্ঘটনা।

স্থানীয়রা জানান, মহাসড়কে হঠাৎ একদিক থেকে উল্টো চলা শুরু করে। এতে বাসের সাথে মালবাহী ট্রাকের ধাক্কায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে দুটি যানবাহনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা গেছে দুই পরিবহনের চালকের মৃত্যু হয়েছে। আগুনে ভস্মভূত হয়েছে বাসের সকল যাত্রীরা। দগ্ধ হওয়া বাকিদের হাসপাতালে চিকিৎসা চলছে।

সড়ক ও পরিবহন বিভাগের তরফ থেকে জানানো হয়, ঐ রাস্তাটির সংস্কার কাজ চলছিলো। তাই ছিলো না কোন রোডসাইড লাইট। একেই দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন উদ্ধারকর্মীরা। দগ্ধ বাকিদের চিকিৎসা চলছে হাসপাতালে।