মিয়ানমারে মুসলমানদের ওপর নির্যাতন বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে নির্বিচারে মুসলমানদের হত্যা, ধর্ষণ এবং অমানবিক নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভের আগে সমাবেশ করে সংগঠনটি।

সমাবেশে বক্তারা বলেন, মিয়ানমারে মুসলমানদের ওপর যে অমানবিক নির্যাতন চলছে মুসলমান হিসেবে আমরা তা দেখে চুপ থাকতে পারি না। এ বিষয়ে আমরা জাতিসংঘের পদক্ষেপ চাই। বিশ্বের শাসকগোষ্ঠীরা এ অমানবিক নির্যাতনের বিষয়ে কোন কথাই বলছেন না। যে কারণে সকল মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

নির্যাতনের প্রতিবাদে ১২ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিয়ানমার দূতাবাসের পথে লং মার্চ করা হবে বলেও জানানো হয়।

সংগঠনের ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, যুগ্মমহাসচিম এটিএম হেমায়েত উদ্দীন, ঢাকা মাহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মাদ ইমতিয়াজ আলম উপস্থিত ছিলেন।