মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও গণহত্যার নিন্দা

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও গণহত্যার নিন্দা জানিয়েছে ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি (এনএফএস)।

মঙ্গলবার সংগঠনের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গারা মানুষ। তাদের নিজ ভূমিতে বেঁচে থাকার অধিকার আছে। চলমান এ অমানবিক নির্যাতন মেনে নেওয়া যায় না। একজন মানুষ হিসেবে এ দায় আমাদের থেকেই যায়। অবিলম্বে তাই মিয়ানমারের সামরিক জান্তা সু চিকে গণহত্যার জন্য আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে। পাশাপাশি নির্যাতিত সকল রোহিঙ্গাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। কোনো রূপ মিথ্যা আশ্বাস নয়, বাস্তবেই তাদের পাশে দাঁড়িয়ে প্রমাণ করতে হবে ‘মানুষ মানুষের জন্য’।

সংগঠনের প্রেসিডেন্ট রাহাত হুসাইন স্বাক্ষরিত এ বিবৃতিতে সংহতি প্রকাশ করেছেন আহসান হাবিব রিপন, ইমরান হোসেন, সাইফ আহমেদ, ইমতিয়াজ মেহেদী হাসান, নাজমুল করিম মজুমদার, নয়ন জান, সালেহউদ্দিন সোহেল, শাহিদ আহমেদ, উম্মে সালমা লাভলী, অরণ্য জিয়া প্রমুখ।