মুক্তিযুদ্ধ, গণহত্যা ও যুদ্ধাপরাধসংক্রান্ত খাম ও ডাকটিকিট অ্যালবামের মোড়ক উন্মোচন

সচিবালয় প্রতিবেদক : ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, গণহত্যা ও যুদ্ধাপরাধসংক্রান্ত খাম ও ডাকটিকিট অ্যালবামের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সচিবালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকের শুরুতে এ মোড়ক উম্মোচন করা হয়।

বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের এ দেশীয় দোসরদের ওপর আলোকচিত্রের সমন্বয়ে ডাকবিভাগ কর্তৃক প্রকাশিত ৭১টি স্মারক ডাকটিকিট সংবলিত উদ্বোধনী খাম এবং ‘গণহত্যা ও যুদ্ধাপরাধ’ শিরোনামে একটি বিশেষ ডাকটিকিট অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়।

পরে গণহত্যা ও যুদ্ধাপরাধের বিষয়ে প্রকাশিত স্মারক ডাকটিকিট ও অ্যালবামের ওপর একটি ভিডিও চিত্র দেখানো হয় বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।