মুক্তি পেল ভালোবাসার শহর

বিনোদন ডেস্ক : মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালোবাসার শহর’। শুক্রবার (৩০ জুন) সন্ধ্যায় মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি। এটি পরিচালনা করেছেন ইন্দ্রণীল রায় চৌধুরী।

৩০ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রে প্রান্তিক জনগোষ্ঠীর এক সংগ্রামী নারীর গল্প তুলে ধরা হয়েছে। গল্পটি পৃথিবীর যে কোনো শহরের। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তার চরিত্রের নাম অন্নপূর্ণা দাশ। জয়া ছাড়াও এতে অভিনয় করেছেন-ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার, অরুণ মুখার্জি প্রমুখ। কলকাতার বিভিন্ন স্থানে চলচ্চিত্রটির দৃশ্যধারণের কাজ হয়েছে।

নির্মাতা ইন্দ্রণীল রায় চৌধুরী বলেন, ‘সিনেমাটি আপনাদের স্পর্শ করবে, ভালো লাগবে সে আশায় বানিয়েছি। তার সঙ্গে আরেকটি বিষয় যোগ করছি, এই ধরনের চলচ্চিত্রের আর্থিকভাবে নিজের পায়ে দাঁড়ানোটা খুব জরুরি। আপনাদের যদি চলচ্চিত্রটি পছন্দ হয় তবে একান্তভাবে চাইবো আপনাদের ইচ্ছা ও সামর্থ্য অনুযায়ী আমাদের পাশে দাঁড়ান।’

বাংলাদেশ ও ভারতের দর্শকরা ইউটিউবে দেখতে পাবেন চলচ্চিত্রটি। পৃথিবীর অন্যদেশের দর্শকদের জন্য চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে অনলাইট প্লাটফর্ম ভিমো-তে।

দেখুন : ‘ভালোবাসার শহর’ চলচ্চিত্রটি