মুখোমুখী দুই বিমান

আন্তর্জাতিক ডেস্ক : অল্পের জন্য বেঁচে গেলেন দুই বিমানের ৩৪৭ যাত্রী ও ক্রুরা।

মঙ্গলবার সকালে দিল্লি বিমানবন্দরের রানওয়েতে মুখোমুখী এগিয়ে আসে ইন্ডিগো ও স্পাইস জেট বিমান সংস্থার দুটি বিমান। যোগাযোগীয় ত্রুটির কারণে এ অবস্থা হয়।

ইন্ডিগোর একটি বিমান লক্ষেèৗ থেকে ১৬০ যাত্রী নিয়ে অবতরণ করে। একই সময় একই রানওয়েতে স্পাইস জেটের একটি বিমান ১৮৭ যাত্রী নিয়ে হায়দরাবাদের উদ্দেশে উড্ডয়ন করতে যাচ্ছিল।

একই রানওয়েতে অবতরণ ও উড্ডয়নের সময় মুখোমুখী হয় বিমান দুটি। খুব কাছাকাছি দূরত্বে বিমান থামাতে সক্ষম হন দুই বিমানের পাইলটরা। ফলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ইন্ডিগোর বিমানের পাইলট দেখেন, তার রানওয়েতে অন্য একটি বিমান। ফলে তিনি ব্রেক করে বিমানের গতি নিয়ন্ত্রণ করেন। নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগে ত্রুটি হওয়ায় অনাকাক্সিক্ষত এ পরিস্থিতির সৃষ্টি হয়।

বেসরকারি বিমান পরিবহনের মহাপরিচালক ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি জানতে চেয়েছেন, কীভাবে মুখোমুখী অবস্থানে এল বিমান দুটি।

এর আগে গোয়ায় একটি বিমান রানওয়ে থেকে ছিটকে যায়। ওই দুর্ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। তবে কারো অবস্থা সংকটাপন্ন নয়।