মুখ ঝলমলে করে তুলতে ব্যবহার করুন কমলা খসার ফেশ প্যাক

ভিটামিন ‘সি’তে ঠাসা কমলালেবু স্লিম, সুন্দর, সুস্থ ও ওজন কমাতে এই ফলের জুড়ি নেই তা কম-বেশি সবাই জানি। কিন্তু কমলার খসাও আপনার ত্বকে করতে পারে উজ্জ্বল ও ঝলমলে তা কি জানেন? কমলা খসার ফেশ প্যাক আপনাকে করতে পারে আরও উজ্জ্বল ও লাবণ্যময়।

চলুন জেনে নেই যাক ব্যবহারের পদ্ধতি-

এক টেবিল চামচ দই নিন, অল্প মধু ও কমলার খোসা পেস্ট এক চা চামচ নিয়ে সব উপাদান একসঙ্গে মিশিয়ে প্যাক বানান। এটি ত্বকে লাগিয়ে রেখে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি আপনার ত্বকের কালো দাগ দূর করে ত্বক উজ্জ্বল করবে। যাদের ত্বক শুষ্ক তারা এই প্যাকে এক চা চামচ অলিভ ওয়েল বা নারকেলের তেল মেশাতে পারেন।

কমলার খোসা পেস্ট, আধা টেবিল চামচ হলুদের গুঁড়া আর আধা টেবিল চামচ মধু নিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলে দিন, দেখবেন খুব সহজেই আপনি পেয়ে যাবেন ক্লান্তিহীন সুন্দর ত্বক।