মুগাবের নিয়োগ বাতিল করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক : জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে শুভেচ্ছা দূত হিসেবে দেওয়া নিয়োগ বাতিল করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) । যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর ব্যাপক সমালোচনার মুখে রোবার এ নিয়োগ বাতিলের ঘোষণা দিলো সংস্থাটি।

ডব্লিউএইচও’র প্রধান টেডরস আধানম জেবরিয়েসাস এক বিবৃতিতে বলেছেন, ‘ যারা উদ্বেগ প্রকাশ করেছেন তাদের সবার কথা আমি সতর্কতার সঙ্গে শুনেছি।’

সংস্থাটির প্রধান জানিয়েছেন, তিনি জিম্বাবুয়ে সরকারের সঙ্গে আলোচনা করেছেন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৃহত্তর স্বার্থে তাকে এ পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে জিম্বাবুয়ের গণস্বাস্থ্য কর্মকাণ্ডের প্রশংসা করেছিলেন জেবরিয়েসাস।

তবে সমালোচকদের দাবি, মুগাবের ৩০ বছরের শাসনে জিম্বাবুয়ের ৩০ বছরের গণস্বাস্থ্য সেবা পদ্ধতি ভেঙ্গে পড়েছে। কর্মচারীদের অধিকাংশ সময় বেতন দেওয়া হয় না, ওষুধ সরবরাহের ঘাটতি থাকে। এমনকি খোদ মুগাবেকেই চিকিৎসার জন্য বিদেশ যেতে হয়।