মুজিবনগর ডিগ্রী কলেজের প্রভাষকের উপর হামলা

মেহেরপুর অফিস প্রধান :
মেহেরপুরের মুজিবনগর সরকারী কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোরাদ হোসেনের উপর পৃর্ব শত্রুতার জের ধরে হামলা চালিয়েছে আইনজীবী এ্যাড: শাহিন সহ কয়েকজন যুবক। মঙ্গলবার দুপুরে চকশ্যামনগর মাঠের ভিতরে এঘটনা ঘটে। এবিষয়ে মেহেরপুর সদর থানায় একটি লিখিত এজাহার দিয়েছেন আহত প্রভাষক মোরাদ হোসেন। প্রভাষক মোরাদ হোসেন জানান, মঙ্গলবার দুপুরে প্রতিদিনের মত কলেজ শেষ করে মটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে চকশ্যামনগর মাঠের ভিতরে পৌছালে আইনজীবি এ্যাড: শাহিন সহ কয়েকজন যুবক তার পথরোধ করে তাকে মারপিট শুরু করে। এসময় তার চিৎকারে স্থানীয় কৃষকরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা প্রভাষক মোরাদ হোসেন কে আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তিনি আরো জানান, মুজিবনগর কলেজের কিছু জমি এলাকার এক ব্যাক্তি তার দাবী করে। সেই জমি এ্যাড: শাহিন সহ তার ক্যাডার বাহীনি দখল করতে গেলে আমি সহ কলেজের শিক্ষকরা বাধা প্রদান করে। ওই ঘটনার জের ধরে এই হামলা চালায়। সদর থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান জানান, শিক্ষকের উপর হামলার ঘটনায় থানায় একটি লিখিত এজাহার পেয়েছি। এবিষয়ে তদন্ত করে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।
এদিকে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বুধবার বেলা ১১টার সময় মেহেরপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করবে বিসিএস সাধারন শিক্ষা সমিতি মেহেরপুর জেলা ইউনিট।