মুফতি হান্নানের আপিলের সারসংক্ষেপ জমার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : প্রাক্তন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুফতি হান্নানসহ তিনজনের আপিলের সারসংক্ষেপ জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

আগামী দুই সপ্তাহের মধ্যে সারসংক্ষেপ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে জমা দিতে ব্যর্থ হলে সারসংক্ষেপ ছাড়াই আপিল শুনানি শুরু হবে বলে জানিয়েছেন আদালত।

মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। এর আগে গত ১৪ জুলাই মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেন তারা।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এই মামলায় মুফতি হান্নানসহ তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন হাইকোর্ট।