মেকআপ দীর্ঘস্থায়ী রাখার টিপস

খুব সহজে মেকআপ উঠে গেলে পোহাতে হয় বিড়ম্বনা। মেকআপ দীর্ঘস্থায়ী করতে জেনে নিন কিছু টিপস।

১. মেকআপ দীর্ঘস্থায়ী করতে ত্বকে মেকআপ বসানোর আগে এক টুকরা বরফ ঘষে নিন। বেজ মেকআপ দীর্ঘসময় থাকবে ত্বকে।

২. মেকআপ প্রয়োগের আগে অবশ্যই প্রাইমার লাগান। এতে দীর্ঘ সময়ের জন্য স্থায়ী হয় মেকআপ।

৩. ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন ব্যবহার করা করুন। এতে ঘেমে মুখ থেকে ফাউন্ডেশন উঠে যাবে না। ত্বকের ধরন অনুযায়ী ওয়াটারপ্রুফ

৪. ফাউন্ডেশন কিনুন। এটি প্রয়োগের পরে বারবার টাচআপ করারও প্রয়োজন হবে না।

৫. মেকআপ করার পরে মেকআপ সেট করা খুব জরুরি। সেট করতে পাউডার বা স্প্রে ব্যবহার করতে পারেন। এতে মেকআপ দীর্ঘস্থায়ী হবে।

৬. ম্যাট লিপস্টিক ব্যবহার করুন। ম্যাট লিপস্টিক লাগালে লিপস্টিক দ্রুত উঠে যায় না।