মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা নির্ধারণ

বহুল কাঙ্ক্ষিত মেট্রোরেলে ভাড়া নির্ধারণ করা হয়েছে। প্রতি কিলোমিটার ৫ টাকা আর সর্বনিম্ন ভাড়া ২০ টাকা করা হয়েছে।

এছাড়া রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) সকালে উত্তরায় মেট্রোরেলের ডিপোতে প্রদর্শনী ও তথ্যকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আগামী ১৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের উদ্বোধন করবেন।

এরইমধ্যে প্রকল্পের দিয়াবাড়ি ডিপোতে মেট্রোরেলের প্রদর্শনী ও তথ্য কেন্দ্র উদ্বোধন করেন ওবায়দুল কাদের।

প্রদর্শনী কেন্দ্রে কীভাবে টিকিট কেটে সেটি ব্যবহার করে মেট্রোরেলে ওঠা পর্যন্ত পুরো প্রক্রিয়ার প্রতীকী দৃশ্য দেখেন মন্ত্রী। উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে মন্ত্রী জানান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মেট্রোরেলে চলাচল একদম ফ্রি। আর ভাড়া নির্ধারিত হয়েছে প্রতি কিলোমিটার ৫ টাকা। সেক্ষেত্রে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ১০০ টাকা। আর সর্বনিম্ন ভাড়া ঠিক করা হয়েছে ২০ টাকা।

আগামী ২০৩০ সালের মধ্যে মেট্রোরেলের ছয়টি প্রকল্পই শেষ করার আশা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের।