মেট্রোরেলে আগারগাঁও পর্যন্ত ঘণ্টায় ৬০ হাজার যাত্রী চলাচল করবে

মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ঘণ্টায় চলাচল করতে পারবেন ষাট হাজার যাত্রী। এরইমধ্যে বারো সেট ট্রেন এসে পৌঁছেছে দিয়াবাড়ীর ডিপোতে।

ভাড়া চূড়ান্ত না হলেও কর্তৃপক্ষ বলছে, স্থায়ী কিংবা একবার ভ্রমণ দুইভাবেই নেওয়া যাবে মেট্রো ভ্রমণের কার্ড।

উত্তরার দিয়াবাড়ীতে শুরু পল্লবী হয়ে মিরপুর দশ শেওড়াপাড়া, আগারগাঁও। এরপর ফার্মগেট দিয়ে মতিঝিল সড়কের বুক চীড়ে জেগে উঠেছে স্বপ্নের মেট্রোরেল।

ডিএমটিসিএল এরই মধ্যে ঘোষণা দিয়েছে এবারের বিজয় দিবসেই বৈদ্যুতিক রেলের জগতে পা রাখছে বাংলাদেশ। সেই হিসেবেই দিনরাত চলছে কাজ। প্রাথমিক লক্ষ্য উত্তরা থেকে আগারগাঁও।

কর্তৃপক্ষ বলছে, এরই মধ্যে দিয়াবাড়ীর ডিপোতে পৌঁছে গেছে বারো সেট ট্রেন। প্রতিটি ট্রেনই প্রতিনিয়ত অংশ নিচ্ছে বিভিন্ন পর্যায়ের পারফরমেন্স টেস্টে। এরই মধ্য থেকে দশ সেট ট্রেন দিয়েই শুরু হবে বাণিজ্যিক যাত্রা। পুরোপরি চালু হতে আরও বছরখানেক সময় লাগলেও উত্তরা থেকে আগারগাঁও এই দশ সেট ট্রেনের মাধ্যমেই দৈনিক পাঁচ লাখ মানুষ চলাচল করতে পারবে।