মেট্রো স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড়

রাজধানীতে উদ্বোধনের তৃতীয় দিনে মেট্রোরেল স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়। এদিকে ট্রেনে ওঠার জন্য ভোর থেকে যাত্রীদের দীর্ঘ লাইন।

শীতের কুয়াশার চাদরে মোড়ানো সকালে টিকিটের জন্য অনেকেই লাইনে দাঁড়িয়ে আছেন লাইনে। জনসাধারণের জন্য বহুল প্রত্যাশিত ঢাকা মেট্রোরেল খুলে দেয়ার দ্বিতীয় দিনেও যাত্রীদের দীর্ঘ সারি দেখা গেছে।

উত্তরা উত্তর স্টেশনে ভোর ৬টা থেকেই দীর্ঘ লাইন শুরু হয়েছে। বেলা বাড়ার সঙ্গে দীর্ঘ হচ্ছে যাত্রীদের ভিড়। লাইন হচ্ছে লম্বা।

এর আগে গতকাল বৃহস্পতিবার বাণিজ্যিক যাত্রার প্রথম দিনে মেট্রোরেলের আয় হয়েছে দুই লাখ ৭৪ হাজার ৮৭২ টাকা। মোট যাত্রীর মধ্যে তিন হাজার ৭৫৬ জন একক পাস ব্যবহার করেছেন। তারা সবাই ৬০ টাকা করে ভাড়া দিয়েছেন। এতে আয় হয় দুই লাখ ২৫ হাজার ৩৬০ টাকা।