মেহজাবীনের চোখে সমস্যার কারণে মাঝপথেই বন্ধ শুটিং

জনপ্রিয় দুই তারকা মেহজাবীন ও আফরান নিশোকে নিয়ে নির্মিত হচ্ছে ঈদের বিশেষ টেলিছবি ‘নীল জলের কাব্য’। কিন্তু দ্বিতীয় দিনের শুটিং মাঝপথেই বন্ধ করে দিতে হয়েছে পরিচালক শিহাব শাহীনকে। অনেকটা বাধ্য হয়েই প্যাকআপ করেছেন শিহাব শাহীন।

মেহজাবীনের চোখের কোণায় অঞ্জনি উঠেছে। তা নিয়েই মঙ্গলবার (৯ মার্চ) ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। কয়েকটি দৃশ্যের কাজ শেষ হলেও বিপত্তি বাধে ক্লোজশট নিতে গিয়ে। কোনোভাবেই অঞ্জনি এড়ানো যাচ্ছিল না, বলেন জানায় শিহাব শাহীন।

তার ভাষায়, ‘আমরা ভেবেছিলাম ছোট্ট অঞ্জনি শুটিংয়ে তেমন বাধা হবে না। তাই দ্বিতীয় দিনের মতো শুটিং শুরু করি। কিন্তু অনেক কারসাজি করেও লক্ষ করলাম, ক্লোজ শটে গেলেই পর্দাজুড়ে ভেসে ওঠে সেটি। এভাবে তো পর্দায় নায়িকাকে প্রেজেন্ট করা ঠিক না। তাই প্যাকআপ করে দিলাম।’

নির্মাতা আশা করছেন, শিগগিরই সুস্থ হয়ে উঠবেন মেহজাবীন। তারপর আবার শুরু হবে এ টেলিছবির কাজ। অভিনেত্রীর অঞ্জনি মুছে যাওয়ার জন্য প্রার্থনাও করেছেন শিহাব শাহীন।