মেহেরপুরের গাংনীতে ১০টাকার চাল নিয়ে চলছে চালবাজি কার্ড পাচ্ছে ধনাঢ্য ব্যাক্তিঃ বি ত সাধারন অসহায় দরিদ্র ।

আল-আমীন,
,মেহেরপুর ঃ মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড ধর্মচাকী গ্রামের ইউ পি সদস্য নিজাম উদ্দীনের বিরুদ্ধে ১০টাকা কেজি চালের কার্ড নিয়ে দলীয়করণ ও চরম পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া গেছে । হত দরিদ্রদের বাদ দিয়ে ধনাট্য ব্যাক্তিদের তালিকা করেছে । এ নিয়ে এলাকা বাসির মধ্যেই অসন্তোষ ছড়িয়ে পড়েছে । ঘটনার জের ধরে ধর্মচাকী গ্রামের ইউপি সদস্য নিজাম উদ্দীনের বিরুদ্ধে ১০টাকা কেজির চালের কার্ড বিতরণে অসচ্ছতার গুরুতর অভিযোগ তুলেছেন গ্রামের আওয়ামীলীগ নেতা। স্থানীয়রা জানান, ইউপি সদস্য নিজাম উদ্দীন সব কিছুতে অর্থনৈতিক সুবিদা ও পক্ষপতিত্বের মাধ্যমে
গ্রামের অবস্থাশালী পরিবারের সদ্যসদের মধ্যে তারা হলেন, শামসুল হক, পিতা নাযেব আলী ,জিল্লুর রহমান পিতা ওসমান ,রফিকুল পিতা ইছাহাক আলী ,সামছের পিতা দাউদ হোসেন ,সাইদুর রহমান পিতা নজিমদ্দী ,হাকিম পিতা বাকী সহ,৪নংওয়ার্ড এ ধর্মচাকী গ্রামে এদের মাঝে বিতরণ করেন।
এ ব্যপারে ইউপি সদস্য নিজাম উদ্দীন জানান, আমি দলীয় করণ করিনি। অবস্থাশালী দুইজনের নামে দেওয়ার কথা তিনি স্বিকার করেন ।
সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন অনিয়মের বিষয়টি নিশ্চিত করেন।
এ ব্যপারে গাংনী উপজেলা নির্বাহী কর্মকতা আরিফ উজ-জামান জানান, কোন ইউপি সদস্য যদি হত দরিদ্রদের বাদ দিয়ে অবস্থাশালী পরিবারের মাঝে কার্ড বিতরণ করে থাকে বিষয়টি তদন্তে প্রমানিত হলে সদস্য পদ বাতিল এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।