মেহেরপুরে গাঁজা ব্যাবসায়ী ও ভারতীয় কিটনাশক রাখার অপরাধে দুই জনের কারাদন্ড

আল-আমীন,মেহেরপুর: মেহেরপুরে গাঁজা রাখার অপরাধে হাসেম আলী (৪৫) নামের এক মাদক ব্যাবসায়ীকে দুই বছর জেল ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের কারাদন্ড এবং অপর মামলায় সাইফুল ইসলাম নামের ১ ব্যাক্তির তিন বছরের জেল, ৫ হাজার টাকা জরিমানা অনদায়ে আরো ৬ মাসের জেল দিয়েছেন দিয়েছে আদালত। বুধবার বিকালে জুডিশিয়াল ১ম আদালতের বিচারক ছানাউল্ল্যাহ এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত হাসেম আলী কুষ্টিয়া জেলার বাহের মাদি গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে ও মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের রুস্তম মল্লিকের ছেলে সাইফুল ইসলাম। আদালত হাসেম আলীকে ১৯৯০ সালের মাদক দ্রব্য আইনের ১৯/১ টেবিল ৭(ক) ধারায় তাকে দোষী সাবস্ত করেন। অপর দিকে অবৈধ ভাবে ভারতীয় কিটনাশক নিজ হেফাজতে রাখার অপরাধে দোষী সাবস্ত করেন।
মামলার এজাহারে জানাগেছে, ২০১১ সালে গাংনী থানা পুলিশ হাসেম আলীকে গাঁজা সহ আটক করে। পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে কারাগারে পাঠায়। বিচারকালে ৬জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন করেন আদালত।এদিকে ২০১২ সালে ভারতীয় কিটনাশক সহ মুজিবনগর বিজিবি ক্যাম্পে সদস্যরা তাকে আটক করেন।