মেহেরপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

আল-আমীন,মেহেরপুরঃ মেহেরপুর প্রতিনিধি মেহেরপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০১৬ উদ্বোধন করা হয়েছে। ডাঃ অলোক কুমার দাস একজন শিশুর মুখে কৃমিনাশক ট্যাবলেট তেুলে দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন।
শনিবার সকাল ১০টার সময় মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে পৌর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় । উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস। এসময় সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কাজী রওশন নাহার, পৌর প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল গনি উপস্থিত ছিলেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানান, এবছর জেলার ৫৯৭টি কেন্দ্রে৯৮ হাজার ৫’শ ৬৩ জনকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।