মেহেরপুরে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত

আল-আমীন,মেহেরপুর ঃ সারা দেশের ন্যায় মেহেরপুরেরও জেএসসি ও জেডিসি পরিক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টা থেকে একযোগে জেলার ৩ উপজেলায় ১১টি কেন্দ্রে পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
যশোর শিক্ষা বোডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) ও মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকার অধীনে জেডিসি পরিক্ষা শুরু হয়েছে। এ বছর জেলায় মোট ১০ হাজার ৭৬১ জন পরিক্ষার্থী এবারের পরিক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলার ৩ টি কেন্দ্রে ৪ হাজার ১৬ জন, গাংনী উপজেলার ৫ টি কেন্দ্রে ৪ হাজার ৩শ’ ৭৪ জন মুজিবনগর উপজেলার একমাত্র কেন্দ্র মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এক হাজার ৫শ’ ৩১ জন জেএসসি পরিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এছাড়াও মাদ্রাসা বোর্ডে সদর উপজেলার একমাত্র কেন্দ্র মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদ্রাসায় ৫শ’ ৫৭ জন এবং গাংনী উপজেলার একমাত্র কেন্দ্র গাংনী আমিনিয়া ছিদ্দিকিয়া মাদ্রাসায় ২শ’ ৮৩ জন জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এখন পর্যন্ত শান্তিপূর্ন পরিবেশে জেএসসি ও জেডিসি পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এদিকে পরিক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক পরিমল সিংহ।