মেহেরপুরে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ১৪ জন মনোনয়ন পত্র জমা দেন

মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুরে জেলা পরিষদ নির্বাচনের তফসীল ঘোষনার আগেই দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের এক ডজনের অধিক নেতা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়ন প্রত্যাশীদের প্রত্যেকে দলীয় সিদ্ধান্ত মোতাবেক নেত্রীর মনোনীত প্রার্থীর হয়ে কাজ করবেন বলে জানিয়েছেন। তবে বিএনপি’র নেতা-কর্মীরা জানালেন, জেলা পরিষদ নির্বাচনে দল যাবে কিনা সে সিদ্ধান্তের উপর তারা পদক্ষেপ নেবেন। আর জাতীয় পাটির ঘোষনা তারা নির্বাচনে যাবেন না। ফলে র্বিাচনের যে উত্তাপ সেটা জেলায় তেমন একটা দেখা যাচ্ছে না।
দলীয় মনোনয়ন পেতে শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র জমাদানের শেষ সময় ছিল। ওই সময় পর্যন্ত মেহেরপুর জেলা আওয়ামী লীগের মোট ১৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। প্রধান মন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ মনোনয়ন পত্র জমা নেন। মনোনয়ন পত্র জমাকারীরা হলেন- মেহেরপুর জেলা পরিষদের বর্তমান প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সাধারণ সম্পাদক এম.এ খালেক, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, সাবেক ছাত্রনেতা অ্যাড. আব্দুস সালাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শামীম আরা হিরা, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়া উদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইদুজ্জামান খোকন, গাংনী উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাড. শফিকুল ইসলাম শফি এবং জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান।
মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন বলেন, দ্ররুত জমাদানকারীদের মধ্য হতে দলের পক্ষ থেকে একজনের নাম ঘোষণা করা হবে।
এদিকে বিএনপির সাবেক এমপি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদ অরুন বলেন- বিএনপি নির্বাচনে যাচ্ছে কিনা সেটা দেখতে হবে। তারপর জেলা পরিষদ প্রশাসক নির্বাচনে বিএনপি’র কে কে মনোনয়ন প্রত্যাশী তা বোঝা যাবে? এছাড়া জেলা জাতীয় পাটির নেতারা বলেন- দলীয় প্রধান হুসাইন মোঃ এরশাদ নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন।