মেহেরপুরে দারিদ্রতার কষা ঘাতে শিশু কিশোর বিপথে? পর্ব-১

একে আজাদ স্বপন,মেহেরপুরঃহাজারো সম্ভাবনাময় শিশু কিশোর অকালে ঝরে পড়েছে শিক্ষা থেকে।নেশা জগতে দিকে ধাবিত হচ্ছে ফেরানোর একটি মাত্র পথ শিক্ষা। শিক্ষা জাতির মেরুদন্ড, মেরুদন্ডহীন প্রানী যেমন চলতে ফিরতে পারেনা শিক্ষা ছাড়া কোন জাতি চলতে পারেনা।একটি জাতিকে সোজা হয়ে দাড়ানো জন্য শিক্ষা অপরিহার্য্য মেহেরপুরে দারিদ্রতার কষা ঘাতেপড়ে স্কুল থেকে ঝরে পড়ছে আগামীর সম্ভাবনাময় শত শত শিশু কিশোর।যখন সময় বই খাতা হাতে নিয়ে লেখা পড়া উদ্দ্যেশে স্কুলে যাওয়ার তখন সে পরিবারের ক্ষুধা দারিদ্রতার অভাব মেটাতে চলে যাচ্ছে , লেদমেশিনের কাজে, বাস, ট্রাক, মুদিদোকান ,চায়ের দোকান ,সেলুন দোকান, সহ নানা জায়গায়। ক্ষুধা যন্তনায় শিশু শ্রমের আইন মানে না। প্রথম কারণ অনুসন্ধানে দেথা যায় বাবা মায়ের বহু বিবাহ ,মা ছেলে কে রেখে, বাবা মেয়ে কে রেখে চলেযায় দ্বিতীয় বা তৃতীয় সংসারে, শিশুর দেখার কেও থাকে না অসহায় শিশুটি চলে যায় বিপথে বা নেশার জগতে নেশা জাতিয় জগতে আশক্ত হয়ে মরণ ব্যাধি নেশায় জীবন করে বিপন্ন।এমনি ভাবে সমাজ সংসার অবক্ষয়ের দিকে ঝুকে পড়ছে।বিদ্রোহি কবি কাজী নজরুল ইসলাম বলছেন ” তুমি আমাকে একটি শিক্ষিত মা দেও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দিবো” বাংলাদেশর সমস্ত জেলার মধ্যে মেহেরপুর একটি অর্থনৈতিক অত্যান্ত সম্ভবনাময় জেলা হওয়া সতেও¡ নানা প্রতিকুলতার কারনে মেহেরপুর বাসি আর্থিক ভাবে সাম্ভালম্বী হয়তে পারছেনা।গাংনী উপজেলার গাংনী উওর পাড়া তহমিনা খাতুন ছেলে মাছুম-১৩ জানান আমার বাবা ৪টি বউ মা গাংনীতে লোকজনের বাড়ীতে কাজ করে আর আমি বাঁশবাড়িয়া বাজারের হোটেলে কাজ করি মাসে ১২শত টাকা বেতন পাই।গাংনী উপজেলার জুগীন্দা গ্রামের ইয়াছিন আলী ছেলে সজল -১৩ বাঁশবাড়িয়া বাজারের সেলুন দোকানের কাজ করি গরীবের ঘরে জন্ম লেখা পড়া আবার কি?
চলবে——