মেহেরপুরে নাশকতা মামলায় ১০ জামায়াত কর্মী কারাগারে

আল-আমীন,মেহেরপুর: মেহেরপুরে নাশকতা মামলায় জেলা জামায়াতের ১০ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার বিকালের দিকে মেহেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মহিদুজ্জামান এই আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের নাশকতা মামলার আসামী এই ১০ জন এতদিন পতালক ছিল। বুধবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামায়াতের ১০ নেতাকর্মী আত্মসমর্পণ করলে, আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারগারে পাঠানোর নিদের্শ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন: মেহেরপুর সদর উপজেলার রাইপুর গ্রামের জামায়াত কর্মী আতিকুল, তালহা, মেছের আলী, দুদু হোসেন , আব্দুল গণি, জামের আলী, একই উপজেলার বন্দর গ্রামের নুরুল হুদা, যাদবপুর গ্রামের দাউদ আলী, রাজাপুর গ্রামের আজির উদ্দিন ও কুলবাড়িয়া গ্রামের মাহবুল ইসলাম।
মামলার এজাহারে জানা গেছে, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারী আন্তর্জাতিক ট্রাইব্যুনাল জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাইদীর ফাঁসির রায় ঘোষনা করে। ওই দিন সন্ধ্যায় ক্ষুব্ধ হয়ে মামলার আসামীরা শহর জুড়ে অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর ও জ্বালাও পোড়াওয়ের ঘটনা ঘটায়। ওই ঘটনার পরদিন সদর থানার এস আই গাজী ইকবাল হোসেন ৭৬ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন।