মেহেরপুরে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরন

আল-আমীন,মেহেরপুর –
মেহেরপুরের বামন্দী জনতা ব্যাংক শাখা থেকে কৃষকদের মাঝে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরন করা হয়েছে। আজ সোমবার দুপুরে জনতা ব্যাংক বামন্দী শাখায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে ঋনের টাকা তুলেদেন, শেখ হালিম উদ্দিন শাহ্ উপ-মহাব্যবস্থাপক, বাংলাদেশ ব্যাংক, রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীরেন চন্দ্র তপাদার, এজিএম জনতা ব্যাংক লিঃ চুয়াডাঙ্গা এরিয়া অফিস, জনতা ব্যাংক বামন্দী শাখার ব্যবস্থাপক হালিম উল্লাহ। এসময় আরো উপস্থিত ছিলেন জনতা ব্যাংক বামন্দী ঋণ বিতরন শাখার কর্মকর্তা আঃ আজিজ ও ফুরকান আলী, চুয়াডাঙ্গা এরিয়া অফিস কর্মকর্তা আরিফুজ্জামান। ১৩ জন কৃষকের মাঝে ১০ লাখ ৩৩ হাজার টাকা বিতরন করা হয়।
প্রধান অতিথি শেখ হালিম উদ্দিন শাহ কৃষকদের উদেশ্যে বলেন, ঋণ নিয়ে ফসল উৎপাদন করে ঋণ পরিশোধ করুন অন্যকে ঋণ নিতে সহায়তা করুন। তাছাড়া কৃষকরা যাতে ঋণ নিতে গিয়ে হয়রানী কিংবা প্রতারনার শিকার না হয় সে লক্ষে জনতা ব্যাংক প্রকাশ্যে ও সহজ শর্তে কৃষকদের মাঝে ঋন বিতরন কার্যক্রম হাতে নেয়।