মেহেরপুর জেলার গাংনীর সাহারবাটি এখন সব্জি শহর

আল-আমীন, মেহেরপুরঃ গাংনী উপজেলার সাহারবাটি গ্রাম, পৃর্বে মরু ভুমি অবস্থায় ছিলো কালের বিবর্তনে সে জমি গুলো মরু ভুমি থেকে সব্জি আবাদে স্বর্ণ ভুমিতে পরিনত হয়েছে।গাংনী শহরের প্রাণ কেন্দ্র থেকে মাত্র ২কিঃমি উওর পশ্চিম কোণে অবস্থিত।তিনটা ওয়ার্ড নিয়ে গঠিত সাহারবাটি গ্রাম।অত্র গ্রামের মোট জন সংখ্যা প্রায় ১১হাজার তার মধ্যে কৃষি আবাদ করে জীবিকা নির্বাহ করে ৭০% লোক বাকী ব্যবসা সহ অন্যন্য পেশায় নিয়োজিত। কৃষি অফিসের তথ্য অনুযায়ী মোট আবাদি জমির ৯০% ভাগই হছে সবজি চাষ। চাষী বাঁচে আশা নিয়ে, তার মুল আশায় হলো সবজি। প্রতিদিন প্রায় ১২/১৫ ট্রাক সবজি বোঝায় হয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন পাইকারী মোকামে বিক্রয়ের উদ্দ্যেশ চলে যায়।সবজি বলতে ফুলকপি, ঝাল,কচু ,বাধাকপি, লাও,শিম, বরবটি, মূলা,তরমুজ লাল শাক ও বীজ ইত্যাদি লাল শাকের,শিম,বরবটি, লাউ ,কুমড়া,করলা, বীজ বাংলাদেশর প্রায় অর্ধেক বীজ উৎপাদন হয়। চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অ লে বীজ হিসাবে সরবরাহ হচ্ছে। সবজি চাষ করে যাহারা স্বাবলম্বী হয়েছে তাদের মধ্যে চাষী উতুল,পলাশ,আনারুল ,শুকুর ,তাহাজা জানান সবজি মৌসুমে ৪০থেকে ৪৫টি ট্রাক সবজি বোঝায় হয়ে পাইকারী মোকামে ঢাকা সিলেট বরিশাল চট্রগ্রাম খুলনা রাজশাহী যশোর ফরিদপুর সাতক্ষিরা যায়।এই কাজের সাথে কৃষক শ্রমিক মালিক সহ নানা শ্রেণী পেশার মানুষ জীবন জীবিকা নির্বাহ করছে।” কৃষকই শক্তি কৃষক বল, কৃষকই হলো দেশের টাকা উৎপাদনের কল।কৃষকদের দাবী সরকারী ভাবে সবজি পণ্য সংরক্ষনের কোন ব্যবস্থা নাই।কৃষি উপকরনের দাম কমানো সহ স্বল্প সুদে কৃষি লোন গাংনী উপজেলা কৃষি অফিসার মোঃ রইচ উদ্দীন জানান সাহারবাটি বাংলাদেশর সবজি উৎপাদনে রোল মডেল। সাহারবাটি ইউপি চেয়ারম্যান মোঃ ফা রুক হোসেন জানান এক দিনে মরু ভুমি আজ ুস্বর্ণ ভুমিতে পরিনত কবার মুল কারিগর ছিলেন ঢাকা আট কলেজের ছাত্র এর তৎকালিন কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা গোলাম মস্তফা