মেহেরপুর সদর পৌরসভার নির্বাচন স্থগিত

মেহেরপুর প্রতিনিধি : উচ্চ আদালতের নির্দেশে মেহেরপুর সদর পৌরসভার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এ ঘটনায় শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

বৃহস্পতিবার বিকেলে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে নির্বাচন স্থগিতের আদেশ পৌঁছে মেহেরপুর জেলা নির্বাচন অফিসে।

পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. নওয়াবুল ইসলাম এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে পৌরসভার নির্বাচন স্থগিত করেন।

এদিকে ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মেহেরপুর পৌরসভার মেয়র পদে লড়তে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, বিএনপির প্রার্থী পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র আলহাজ মো. মোতাচ্ছিম বিল্লাহ মতু ও স্বতন্ত্র প্রার্থী নিশান সাবের মনোনয়নপত্র জমা দেন।

এ ছাড়া সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর পদে ১৩ জন এবং ওয়ার্ড কাউন্সিলর পদে ৫৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

এদিকে সীমানা নির্ধারণী মামলার রিটে মেহেরপুর পৌর নির্বাচনের তফসিল স্থগিত করায় মেহেরপুর শহরজুড়ে উত্তেজনা বিরাজ করছে। এর ইন্ধনদাতা হিসেবে প্রার্থীরা বর্তমান মেয়র আলহাজ মো. মোতাচ্ছিম বিল্লাহ মতুকে দায়ী করছেন। পৌর মেয়র আলহাজ মোতাচ্ছিম বিল্লাহ মতু এ মুহূর্তে (বৃহস্পতিবার রাত ৮টা) অবরুদ্ধ হয়ে আছেন। তার নিরাপত্তায় বিপুল সংখ্যক পুলিশ তার বাড়ির চারদিকে প্রহরায় আছে।

এদিকে হামলা ঠেকাতে মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক আওয়ামী লীগের মেয়র প্রার্থী মাহফুজুর রহমান রিটনের শহীদ রিপন টাওয়ারের সামনে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।