মেয়র পদপ্রত্যাশীদের মনোনয়নপত্র সংগ্রহের আহ্বান আওয়ামী লীগের

নিজস্ব প্রতিবেদক : বুধবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন উপনির্বাচনে দলীয় মেয়র পদপ্রত্যাশীদের মনোনয়নপত্র সংগ্রহের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএনসিসির উপনির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের আগামী ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে। আগামী ১৫ জানুয়ারি সন্ধ্যা ৭টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, উক্ত সময়ের মধ্যে নির্ধারিত ফি বাবদ নগদ ২৫ হাজার টাকা জমা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে হবে।

স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা
আগামী ১৬ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা হবে। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।