মেয়র পদে আ.লীগের প্রার্থী হতে দুইজন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন

নিজস্ব প্রতিবেদক : শনিবার সকালে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবাহান গোলাপের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তারা।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হতে দুইজন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন। এরা হলেন- রাসেল আশেকী ও আদম তমিজি হক।

মনোনয়ন ফর্ম সংগ্রহের পর সাংবাদিকদের রাসেল আশেকী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করতে ঢাকা উত্তরের জনগণের উন্নয়নের জন্য কাজ করে যেতে চাই। মনোনয়ন পেলে ডিএনসিসির সার্বিক উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব।’

এর আগে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপের সই করা দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি বিক্রি করা হবে।

আগামী ১৫ জানুয়ারি সন্ধ্যা ৭টার মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করার শেষ সময়। এবার ২৫ হাজার টাকা জমা দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করতে হবে। ২৬ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনে উপনির্বাচনে মেয়র পদে ভোট গ্রহণের তফসিল ঘোষণা করেছে ইসি।