মেয়র পদে বিএনপির মনোনয়ন প্রত‌্যাশী পাঁচ প্রার্থীই তাদের আবেদনপত্র জমা দিয়েছেন

জ‌্যেষ্ঠ প্রতিবেদক : সোমবার আলাদা আলাদা সময়ে তারা প্রত‌্যেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির জ‌্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে মনোনয়ন ফরম জমা দেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন প্রত‌্যাশী পাঁচ প্রার্থীই তাদের আবেদনপত্র জমা দিয়েছেন।

সকালে সর্বপ্রথম মনোনয়নপত্র জমা দেন বিএনপির নির্বাহী কমিটির সদস‌্য তাবিথ আউয়াল। এরপর একে একে অন‌্য চারজনও মনোনয়নপত্র জমা দেন।

ডিএনসিসিতে ধানের শীষ প্রতীক নিয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে তাবিথ আউয়াল ছাড়াও আরো চার প্রার্থী হলেন, দলের বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সহ প্রকাশনাবিষয়ক সম্পাদক শাকিল ওয়াহেদ, প্রাক্তন সাংসদ অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান (রঞ্জন) ও মহানগর উত্তরের সভাপতি এম এ কাইয়ুম।

ইতালীয় নাগরিক তাবেলা সিজার হত্যা মামলার আসামি এম এ কাইয়ুমের পক্ষে মনোনয়নপত্র কেনার পর তা জমাও দেন তার প্রতিনিধি উত্তরের সিনিয়র সহসভাপতি মুন্সি বজলুল বাসিত আনজু।

রুহুল কবির রিজভী জানান, সোমবার নয়াপল্টনের কার্যালয়ে মনোনয়ন ফরম ২৫ হাজার টাকা জামানতসহ জমা নেওয়া হয়েছে। রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মনোনয়ন বোর্ডের কাছে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে মনোনয়ন বোর্ড এই সাক্ষাৎকার গ্রহণ করবে।

রিজভী বলেন, ‘মনোনয়ন বোর্ড প্রার্থীদের যাচাই-বাছাই করে একজন প্রার্থীকে মেয়র পদে মনোনয়ন দেবে এবং তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। আমরা আশা করছি, সোমবার মনোনয়ন বোর্ডের সাক্ষাৎকারের পর চূড়ান্ত নাম ঘোষণা করা হবে।’

আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে আগামী ২৬ ফেব্রুয়ারি নির্বাচন হবে। গত মঙ্গলবার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।