মোংলায় করোনা আক্রান্ত ১৪ রোগীর বাড়ি লকডাউন

বাগেরহাটের মোংলায় করোনা আক্রান্ত ১৪ জনের বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

শুক্রবার (২৮ মে) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকার ১৪ জনের করোনা ফলাফল পজিটিভ আসে।

পরে এসব বাড়ি লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন।

বাগেরহাট সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবীর বলেন, মোংলা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দাদের মধ্যে ১৪ জনের শরীরে করোনা সনাক্ত হওয়ার পর এসব বাড়ি লকডাউন করা হয়েছে। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া প্রয়োজনে তাদের খাদ্য সহায়তাও দেওয়া হবে।

তিনি আরও বলেন, জেলায় শনিবার পর্যন্ত মোট ১ হাজার ৫০৮ জন করোনায় আক্রান্ত হয়। এর মধ্যে করোনার দ্বিতীয় ঢেউতে আক্রান্ত হয়েছেন ৪৪৮ জন।