মোংলায় কয়লাবোঝাই কার্গো জাহাজডুবি

বাগেরহাটের মোংলা বন্দরের হাড়বাড়িয়ায় আবারও কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবে গেছে। বন্দরের পশুর নদের ডুবো চরে আটকে তলা ফেটে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত কার্গো জাহাজের আট জন স্টাফ এবং দুজন নিরাপত্তাকর্মীকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

ডুবে যাওয়া কার্গো জাহাজ এমভি নাওমী’র মাস্টার মো. আজিজুল হক জানান, মোংলা বন্দরের হাড়বাড়িয়া-৫ নম্বর অ্যাংকোরজে থাকা বিদেশি বাণিজ্যিক জাহাজ ‘জর্ডান এস’ থেকে ৬০০ টন কয়লা এমভি নওমীতে তোলা হয়। পরে সেখান থেকে হারবাড়িয়া-৪ নম্বর অ্যাংকরেজে পৌঁছালে ডুবো চরে আটকে যায় কার্গোটি। এতে তলা ফেটে ইঞ্জিন রুমে পানি ঢুকতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই কার্গোটি ডুবে যায়।

খবর পেয়ে কোস্ট সদস্যেরা জাহাজের আট জন এবং দুজন নিরাপত্তাকর্মীকে উদ্ধার করেন। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান জাহাজের মাস্টার মো. আজিজুল হক।

এ বিষয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি হারবার মাস্টার ক্যাপ্টেন শাহাদাৎ বলেন, ‘বৃহস্পতিবার রাত ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে। কার্গো জাহাজটির মালিকপক্ষকে তিন দিনের মধ্যে উদ্ধার তৎপরতা শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার চিঠির মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়। আজ শনিবার তাঁরা কাজ শুরু করবেন বলে আশা করছি।’

বন্দর কর্তৃপক্ষের এ কর্মকর্তা জানান, কার্গোটি পুরোপুরি ডোবেনি। আংশিক নিমজ্জিত হয়ে আছে।