মোহাম্মদপুর হাউজিংয়ে উচ্ছেদ অভিযান

রাজধানীর মোহাম্মদপুর হাউজিং এস্টেটে ৮টি ডি-টাইপ কলোনিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ।

বুধবার (২৩ নভেম্বর) সকাল ৯টার কিছু পরই শুরু হয়েছে এ উচ্ছেদ অভিযান।

অভিযানে নেতৃত্ব দিচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্যাহ।

উচ্ছেদের আগে স্থানীয়দের বাসা স্থানান্তরে পর্যাপ্ত সময় না দেয়ায় বিপাকে পড়েছেন তারা। কলোনির ৮টি ডি-টাইপ ভবনে বাস ২৮৮টি পরিবারের।

বাসিন্দাদের অভিযোগ, কোনো ধরনের নোটিশ না দিয়েই চালানো হচ্ছে এ উচ্ছেদ অভিযান।

বাসিন্দাদের পক্ষের আইনজীবীর দাবি, মামলাটি এখনও উচ্চ আদালতে বিচারাধীন। মামলার নিষ্পত্তি না হওয়ার আগে এমন অভিযান আদালত অবমাননার শামিল।