মোহাম্মদ তোরাব আলী ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

নিজস্ব প্রতিবেদক : শুক্রবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কারারক্ষী মো. হানিফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিডিআর বিদ্রোহ মামলার বহুল আলোচিত সাজাপ্রাপ্ত আসামি ও প্রাক্তন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ তোরাব আলী (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মো. হানিফ জানিয়েছেন, ‘শরীরের নানা জটিল রোগ থাকায় তিন দিন আগে তোরাব আলীকে হাসপাতালে আনা হয়। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এখানে তিনি মারা যান। লাশ পরিবারের কাছে দেওয়া হবে।’

গত বছরের ২৭ নভেম্বর আলোচিত বিডিআর হত্যা মামলা থেকে খালাস পান আওয়ামী লীগের প্রাক্তন এ নেতা। এর আাগে নিম্ন আদালত তাকে যাবজ্জীবন সাজা দেন। অবশ্য খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করায় তিনি কারাগারেই ছিলেন। তোরাব আলী অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ৪৮ নম্বর (বর্তমানে ঢাকা দক্ষিণের ২২ নং) ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর (বর্তমানে বিজিবি) বিদ্রোহের মামলায় তিনি গ্রেপ্তার হন।