ময়মনসিংহে ১৫৭ শতক জমির ধান কাটলো মহানগর যুবলীগ

নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহে চলতি মৌসুমের আগাম ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে। বাম্পার ফলন হলেও করোনা ভাইরাস আতঙ্কে ধান কাটা শ্রমিক সংকট প্রকট। ফলে অনেক অসহায় কৃষক তাদের জমির পাকা ধান ঘরে তুলতে পারছেন না। এমন সব অসহায় কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছে ময়মনসিংহ মহানগর যুবলীগ।

শুক্রবার (২৪ এপ্রিল) দিনভর নগরীর রহমতপুর এলাকার ১৫৭ শতক জমির ধান কেটে দেয় ময়মনসিংহ মহানগর যুবলীগ নেতাকর্মীরা। পরে কৃষকদের বাড়ির উঠোনেও রেখে আসেন ধান।

কৃষক রাজ্জাক মিয়া বলেন, শ্রমিক না পেয়ে ধান কাটা যাচ্ছিল না। ক্ষেতেই নষ্ট হয়ে যাচ্ছিল স্বপ্নের ফসল। যুবলীগ নেতাকর্মীরা যেভাবে ধান কাটায় সহযোগিতা করছেন তা কখনো ভোলার নয়।

ময়মনসিংহ মহানগর যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ শাহীনুর রহমান বলেন, কেন্দ্রের নির্দেশ এবং ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সহ-সভাপতি আমিনুল হক শামীম ও সিটি মেয়র ইকরামুল হক টিটুর সহযোগিতায় আমরা কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছি। সব ক্ষুদ্র চাষির ধান ঘরে না ওঠা পর্যন্ত এ উদ্যোগ অব্যাহত থাকবে।