‘যতক্ষণ পর্যন্ত নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণ না হবে ততক্ষণ টিকাদান কর্মসূচি চলবে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে ৭৫ লাখ করোনা ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যে সারা দেশে চলছে একদিনের বিশেষ ক্যাম্পেইন।

তবে স্বাস্থ্য বিভাগের প্রচারণার অভাবে কেন্দ্রে কেন্দ্রে মানুষের উপস্থিতি ছিল তুলনামূলক কম। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেছেন, যতক্ষণ পর্যন্ত টিকাদানের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা (৭৫ লাখ) পূরণ না হবে ততক্ষণ টিকাদান কর্মসূচি চলবে।

প্রধানমন্ত্রীর পঁচাত্তরতম জন্মদিন আজ। লক্ষ্যটা তাই এ দিনে সারা দেশে ৭৫ লাখ টিকা দেওয়া।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকেই ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় প্রতিটি ওয়ার্ডে শুরু হয় গণটিকা কার্যক্রম।

আগে থেকেই রেজিস্ট্রেশন করা কিন্তু এসএমএস নেই, তাই মিলছিল না ভ্যাকসিন। এবারের ক্যাম্পেইনে তাদের দেওয়া হচ্ছে সিনোফার্মের টিকা। দীর্ঘদিনের অপেক্ষা শেষে কাঙ্ক্ষিত টিকা পেয়ে তাই উচ্ছ্বাসটা একটু বেশি।