যশোরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তি করনের তালিকা প্রকাশ

মোঃ নাজমুল ইসলাম তাজ যশোর জেলা প্রতিনিধি: সরকার সারাদেশে ২হাজার ৭ ৩০ টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির তালিকা প্রকাশ করেছে। যশোর অঞ্চলে এমপিওভুক্তির শিক্ষাপ্রতিষ্ঠান গুলো হলো ,যশোর সদর উপজেলার মাহিদিয়া সম্মিলনী আলিম মাদ্রাসা, ইছালী মডেল কলেজ, শার্শা উপজেলার রহিমপুর আলিম মাদ্রাসা, বাঘারপাড়া উপজেলার ভিটিবল্লা ইসলামিয়া আলিম মাদ্রাসা, জাপান-বাংলাদেশ মৈত্রী কৃষি ও কারিগরি কলেজ,

কেশবপুর উপজেলার হিজলডাঙ্গা শহীদ ফ্লাইট লে. মাসুদ মেমোরিয়াল কলেজ, পাঁজিয়া মহাবিদ্যালয়, বালিয়াডাঙ্গা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, ঝিকরগাছা উপজেলার মহিলা কলেজ, মণিরামপুর উপজেলার রাজগঞ্জ মহাবিদ্যালয়, মনোহরপুর টেকনিক্যাল ও বিজ্ঞান কলেজ, মুক্তিশ্বেরী ডিগ্রি কলেজ, চৌগাছার পাশাপোল আমজামতলা মডেল কলেজ, এসএম হাবিবুর রহমান পৌর কলেজ, তরিকুল ইসলাম পৌর কলেজ ও

জিসিবি আদর্শ কলেজ, স্বরূপদাহ মাধ্যমিক বিদ্যালয়, বর্ণি রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয় ও আরসিএমটিইউ মাধ্যমিক বিদ্যালয়কে মাধ্যমিক পর্যায়। খলসী বাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও হিজলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়কে নিম্ন মাধ্যমিক পর্যায়ে এবং বর্ণি দাখিল মাদরাসা, শাহাজাদপুর দাখিল মাদরাসা ও পাতিবিলা নিয়ামতপুর তাহজীবুল উম্মাহ দাখিল মাদরাসা