আইইডি পক্ষ থেকে

যশোরে অসহায় তিনশ নারীর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

মোঃ নাজমুল ইসলাম তাজ যশোর জেলা প্রতিনিধি:যশোরে করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া তিনশ’ নারীর মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) যশোর কেন্দ্র। গত ১০ মে থেকে ১২ মে পর্যন্ত শহরের বারান্দীপাড়া, উপশহর, কাজীপাড়া, নীলগঞ্জ ও ধর্মতলা এলাকায় এইসব সামগ্রী বিতরণ করা হয়।

অসহায় নারীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান মজনু, প্রবীণ সাংবাদিক রুকুনউদ্দৌলাহ্, যশোর জিলা স্কুলের শিক্ষক মো. জামাল উদ্দীন, যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, আইনজীবী কামরুননাহান কণা, আইইডি যশোর কেন্দ্রর ব্যবস্থাপক বীথিকা সরকার প্রমুখ।

তিনশ’ নারীর মধ্যে বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, লবণ, হুইল সাবান, লাইফবয় সাবান, স্যানিটাইজার, ফেস মাস্ক এবং হ্যান্ড গ্লাভস। এছাড়াও খাদ্যসামগ্রী বিতরণকালে ওইসব এলাকায় জীবাণুনাশক ছিটানো হয়।