যশোরে ১৫ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি

যশোর : যশোরে ১৫ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার দুপুরে ২৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ লিয়াকত আলী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

মেজর মোহাম্মদ লিয়াকত আলী জানান, জেলার শার্শা উপজেলার আমড়াখালি বিজিবি চেকপোস্ট এলাকা থেকে পাঁচটি কাভার্ড ভ্যানসহ এই পণ্য জব্দ করা হয়। যশোর ঝুমঝুমপুরস্থ ২৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও চুয়াডাঙ্গার ৬ বিজিবি এই পণ্য জব্দ করেছে।

তিনি আরো বলেন, মিথ্যা ঘোষণা এবং শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে গাড়ির যন্ত্রাংশ, কসমেটিক্স, কাপড়, হার্ডওয়্যার, স্টেশনারি, কৃষি সরঞ্জামাদি ও চিকিৎসা সামগ্রী আমদানি করে ঢাকার একটি প্রতিষ্ঠান। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিজিবি পাঁচটি কাভার্ড ভ্যানসহ এই পণ্য জব্দ করে। এতে প্রায় এক কোটি টাকার শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা বলে তিনি জানান।