যশোর পল্লী বিদ্যুতায়নের পরিচালক মরদেহ উদ্ধার

যশোর

নিজস্ব প্রতিবেদক, যশোর : পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঢাকার অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরের পরিচালক আরিফুল আলমের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে যশোর শহরতলীর তপসীডাঙ্গা এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির গেস্ট হাউজ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আরিফুল আলমের বাড়ি রাজশাহীর ১৬৫, কাদিরগঞ্জ এলাকায়। তার বাবার নাম জামসেদ হোসেন।

যশোর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমল হুদা জানান, বুধবার বিকেলে বিমান যোগে তিনি যশোর আসেন। রাতে খাবার খেয়ে গেস্ট হাউজে ঘুমিয়ে ছিলেন। সকালে ঘুম থেকে না ওঠায় গেস্ট হাউজের কর্মচারীরা তাকে ডেকে না পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

ওসি জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। যশোরে তিনি পরিদর্শনের কাজে এসেছিলেন। চিকিৎসকেরা ধারণা করছে রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ জানান, হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে।