যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দাওয়াতপত্র নিয়ে সমালোচনার ঝড়

মেহেদী হাসান,কেশবপুর (যশোর) থেকেঃ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি দাওয়াতপত্র নিয়ে ব্যাপক তোড়পাড় সৃষ্টি হয়েছে। শিক্ষামন্ত্রীর আগমন উপলক্ষে ওই দাওয়াতপত্র প্রশাসনের বিভিন্ন দপ্তর, সাংবাদিক সুধীনজনসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। দাওয়াতপত্রের খামে প্রযুক্তি শব্দটি “প্রযক্তি” লেখা হয়েছে। সর্বোচ্চ পর্যায়ের একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাঠানো দাওয়াতপত্রের খামে এত বড় ভুলের জন্য সমালোচনার ঝড় উঠেছে। ওই পত্রের প্রতিষ্ঠানটির কর্মরতদের দৈন্যতা স্পষ্ট ফুটে উঠেছে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো পত্রের মাধ্যমে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের আগমন উপলক্ষে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েক দিন আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পত্রটি প্রশাসনের বিভিন্ন দপ্তরে পাঠান। ওই পত্র দেয়া হয়েছে সাংবাদিকদেরও। দাওয়াতপত্রের খামের উপরে বড় করে লেখা হয়েছে “যশোর বিজ্ঞান ও প্রযক্তি বিশ্ববিদ্যালয়”। দেশের সর্বোচ্চ পর্যায়ের একটি বিদ্যাপীঠ থেকে পাঠানো পত্রে প্রতিষ্ঠানটির নামের বানান ভুল লেখায় সর্ব মহলে চলছে নানা সমালোচনা। প্রতিষ্ঠানের উচ্চ পর্যায় থেকে পাঠানো দাওয়াতপত্রে প্রযুক্তি শব্দটি “প্রযক্তি” লেখা হলেও তা সংশোধন ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে কিভাবে পাঠানো হলো তার কোন সুদুত্তর মিলছে না। প্রশ্ন উঠেছে, বিশ্ববিদ্যালয়ের উদ্ধর্তন কর্তৃপক্ষর যোগ্যতা নিয়ে। সর্বোচ্চ পর্যায়ের একটি প্রতিষ্ঠান থেকে দেয়া দাওয়াত পত্রের খামে যদি এত বড় ভুল থাকে, তাহলে ওই প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের কী শিক্ষা দেয়া হয় এমন বিরুপ মন্তব্য করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।