যাত্রাপথে পুলিশি হররানিতে ভোগান্তিতে প্রবাসী শ্রমিকরা

বিশেষ ফ্লাইট নিয়ে অনিশ্চয়তা কাটলেও দেশের মধ্যে রাজধানীতে আসতে যাত্রাপথে নানা ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে প্রবাসী শ্রমিকরা।

লকডাউনে কোথাও কোথাও পুলিশের হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রবাসী কর্মীরা। তবে সোমবার (১৯ এপ্রিল) তৃতীয় দিনে সকাল ১০টা থেকে মোট ৫টি ফ্লাইট রিয়াদ, দোহা, দুবাই ও মাস্কাটে যাত্রা করেছে।

লকডাউনে বন্ধ সব ধরনের পরিবহন। কয়েক গুণ বেশি ভাড়ায় প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা চড়ে প্রবাসী কর্মীদের আসতে হচ্ছে রাজধানীর বিমানবন্দরে। সেই সঙ্গে পুলিশের হয়রানি দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ।

এদিকে এয়ারলাইন্সগুলো যাত্রার ছয় ঘণ্টা আগে আসতে বললেও যাত্রীদের চেক ইনের আগে ঘণ্টার পর ঘণ্টা বাইরে দাঁড় করিয়ে রাখায় দুর্ভোগে পোহাতে হচ্ছে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা প্রবাসীদের।

লকডাউনের পর ঘোষণা আসে ১৭ এপ্রিল থেকে বিশেষ ফ্লাইটে প্রবাসীরা যেতে পারবেন মধ্যপ্রাচ্যসহ প্রধান ৫টি শ্রমবাজারে।