যানজট এড়াতে ডিএমপির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : মেট্রোরেল নির্মাণ প্রকল্পের প্রাথমিক পর্যায়ে রাজধানীর আগারগাঁও থেকে মিরপুর ১০ পর্যন্ত ভূগর্ভস্থ স্থাপনা স্থানান্তরের কাজ চলছে। এ সময় যানজট এড়াতে কয়েকটি নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ(ডিএমপি)।

শনিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেট্রোরেলে (এমআরটি লাইন-৬) নির্মাণ কাজ উপলক্ষে প্রাথমিক পর্যায়ে মিরপুর ১০ নম্বর থেকে আগারগাঁও পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তার পূর্ব পাশে পিজিসিবি, ওয়াসা, ডিইএসএ, বিআরটিসি ভূগর্ভস্থ স্থাপনাসমূহ স্থানান্তর কার্যক্রম চালাচ্ছে। এ কার্যক্রম চলার সময় যানজট নিরসণে বিশেষ নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানানো হলো।

নির্দেশনাগুলো হলো- মিরপুর ১০ নম্বর থেকে আগারগাঁও পর্যন্ত সব গলিপথ থেকে বেগম রোকেয়া সরণীতে প্রবেশ করে, এ ধরনের রিক্সা, ভ্যান চলাচল করতে পারবে না। রাস্তা পারাপারের জন্য ফুটওভারব্রিজ ব্যবহার করতে হবে।

রাস্তার পাশে সব ধরনের গাড়ি পার্কিং এবং দিনের বেলা মালামাল লোড-আনলোড করা যাবে না।