যুক্তরাষ্ট্রকে পালটা হুঁশিয়ারি চীনের

২৪ চীনা প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রভিত্তিক চীনা সাংবাদিকদের দেশটি থেকে বের করে দেয়া হলে পাল্টা পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চীনা সরকার। এমনকি হংকংয়ের মার্কিন সাংবাদিকদের ক্ষেত্রেও একি পদক্ষেপ নেয়া হবে।

মঙ্গলবার (০৪ আগস্ট) এ তথ্য দিয়েছেন গ্লোবাল টাইমসের প্রধান সম্পাদক হু সিজিন।

হু সিজিনএক টুইট পোস্টে বলেন, যুক্তরাষ্ট্র এখনো চীনা সাংবাদিকদের ভিসা নবায়ন করেনি, সেই অবস্থা বিবেচনায় নিয়ে চীনও একটি খারাপ অবস্থার জন্য প্রস্তুত নিচ্ছে। অর্থাৎ চীনা সাংবাদিকদের যুক্তরাষ্ট্র ছাড়তে হবে। যদি ঘটনা এমনই হয়, তবে চীন প্রতিশোধ নেবে, যাতে হংকংয়ে অবস্থান করা মার্কিন সাংবাদিকরাও অন্তর্ভুক্ত হবেন।

চীনা সাংবাদিকদের ভিসার মেয়াদ ৯০ দিনের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে সময় বাড়ানোর একটা সুযোগ আছে, যেটা ১১ মে থেকে কার্যকর।