যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের ফেলা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অ-পারমাণবিক বোমায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ জনে।

শনিবার নানগারহার প্রদেশের মুখেপাত্র আতাউল্লাহ খোজিয়ানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী অ-পারমাণবিক বোমার আঘাতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) চার কমান্ডারসহ ৯৪ জঙ্গি নিহত হয়েছেন।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দৌলত ওয়াজিরি জানিয়েছেন, বোমা হামলার এলাকায় আমাদের টিম রয়েছে এবং তারা ধ্বংসস্তূপ সরাতে কাজ করছে। যেহেতু আরো মরদেহ পাওয়া যাচ্ছে, সেহেতু নিহতের সংখ্যা বাড়তে পারে।

আফগান কর্মকর্তাদের দেওয়া প্রাথমিক তথ্যে বলা হয়েছিল, এ হামলায় আইএসের ৩৬ জঙ্গি নিহত হয়েছেন। তবে শুক্রবার আইএসের সংবাদ শাখা আমাক নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে জঙ্গিগোষ্ঠীটি দাবি করে, যুক্তরাষ্ট্রের বোমা হামলায় তাদের কোনো সদস্য আহত বা নিহত হয়নি। সিএনএন জানিয়েছে, নিরপেক্ষ সূত্র থেকে হতাহতের সংখ্যা যাচাই করা সম্ভব হয়নি।

আফগানিস্তানে এই বোমা হামলার সঙ্গে যুক্ত যুক্তরাষ্ট্রের চার সামরিক কর্মকর্তা সিএনএনকে জানিয়েছে, জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট বোমটি (ডাক নাম- মাদার অব অল বোমস) স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ৩২ মিনিটে আফগানিস্তানে আইএসের ঘাঁটিতে নিক্ষেপ করা হয়।

পাকিস্তানের সীমান্তের কাছে আফগানিস্তানের নানগারহার প্রদেশে দেশটির সরকারি বাহিনীর বিরুদ্ধে হামলায় আইএসের ব্যবহৃত সুড়ঙ্গে এবং গুহায় যুক্তরাষ্ট্র এ হামলা চালায়।

মার্কিন ও আফগান কর্মকর্তারা দাবি করেছেন, এ হামলায় তিনটি সুড়ঙ্গ, অস্ত্র ও সামরিক সরঞ্জামের মজুত ধ্বংস হয়েছে, তবে কোনো বেসামরিক লোক নিহত হয়নি।