যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতায় অংশ নেওয়া হচ্ছে না মিথিলা

গেল ৩ এপ্রিল এবারের মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০ এর খেতাব জিতে নিয়ে ছিলেন তানজিয়া জামান মিথিলা। ৬৯তম মিস ইউনিভার্স-২০২০ প্রতিযোগিতার মূল আয়োজন যুক্তরাষ্ট্রে উদ্বোধন করা হবে আগামী ১৬ মে। সেখানে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার কথা ছিল ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’-এর মুকুট বিজয়ী মিথিলার। কিন্তু তার যুক্তরাষ্ট্রপর্বে অংশ নেওয়া হচ্ছে না।

মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মিস ইউনিভার্স আয়োজনের বাংলাদেশ অংশের পরিচালক শফিক ইসলাম।

তিনি বলেন, ‘লকডাউন ও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে আমরা এবার মূল আয়োজনে অংশ নিতে পারছি না। সেটা গতকাল রাতে কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি। যাওয়ার আগে আমাদের বেশ কিছু প্রস্তুতিও নিতে হতো, সেগুলো এই লকডাউনের ভেতরে নেওয়া সম্ভব হচ্ছে না। এটাও অন্যতম কারণ।’

মিস ইউনিভার্স আয়োজনের বাংলাদেশ অংশের পরিচালক শফিক ইসলাম এটাও নিশ্চিত করে জানিয়েছেন, বিজয়ী হওয়ার পর তানজিয়া জামান মিথিলাকে ঘিরে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল, তার সঙ্গে মূল আয়োজনে অংশ নিতে না পারার কোনও সম্পর্ক নেই।