যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রশ্নাতীতভাবেই রাশিয়ার হস্তক্ষেপ ছিল: জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রশ্নাতীতভাবেই রাশিয়ার হস্তক্ষেপ ছিল বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি। রোববার এবিসি নিউজ চ্যানেল দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বা প্রভাব বিস্তারের চেষ্টা নিয়ে ওঠা অভিযোগ অস্বীকার করে আসছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নিক্কি হ্যালি হচ্ছেন ট্রাম্পেরই নিয়োগ দেওয়া জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। সেই হ্যালিই এবার ট্রাম্পের দাবির বিপরীত মন্তব্য করলেন।

হ্যালি অবশ্য বলেছেন, ‘রাশিয়ার বিরুদ্ধে সমালোচনা করতে ট্রাম্প তাকে কোনো ধরণের বাধা দেননি।

হ্যালি বলেছেন, ‘সুনিশ্চিতভাবেই আমি মনে করি রাশিয়া নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ছিল। এই নিয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই। আমি মনে করি তারা যখন কাজটি শেষ করেছে তখন তাদের রাশিয়ার কথা প্রকাশ করার প্রয়োজন হয়ে পড়ে। তাদের এটা নিশ্চিত করার প্রয়োজন পড়ে যে তারা এ ব্যাপারে উচ্চকণ্ঠ।’

মার্কিন এই দূত বলেন, ‘কোনো দেশ আমাদের নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট থাকুক এটা আমরা কখনোই চাই না।’