যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রদান করলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার রাতে বাইডেনকে ‘প্রেসিডেনসিয়াল মেডেল অব ফ্রিডম’ প্রদান করেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট।

ওবামা তার ভাষণে ভাইস-প্রেসিডেন্টের প্রশংসা করে বলেছেন, ‘আমেরিকানদের ওপর আপনার আস্থা, দেশের প্রতি আপনার ভালোবাসা এবং আপনার আজীবন সেবার জন্য এই সম্মাননা।’

বাইডেনই এই পদকের জন্য সেরা মনোনীত উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ কেবল আমার কাছে নয়, বরং আমেরিকানদের কাছে সম্ভাব্য সর্বোত্তম পছন্দ বাইডেন।’

আর মাত্র এক সপ্তাহ পরে হোয়াইট হাউজ থেকে বিদায় নেবেন ওবামা। নতুন প্রেসিডেন্ট শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব ছাড়ার মাত্র কয়েক দিন আগে নিজের ভাইস প্রেসিডেন্টের হাতে এ পদক তুলে দিলেন ওবামা।

পদক পাওয়ার ঘোষণা শোনার পর আবেগে আপ্লুত হয়ে পড়েন বাইডেন। ওবামার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি ছিলাম এমন এক স্মরণীয় মানুষের যাত্রার অংশ, যিনি স্মরণীয় কাজ করে গেছেন।’ এসময় বাইডেন ডেমোক্রেটিক পার্টিতে নিজেকে সক্রিয় রাখার পরিকল্পনার কথাও জানান।