যুক্তরাষ্ট্রে গাভাস্করের নামে ক্রিকেট ভেন্যু

ক্রীড়া ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেনটাকি রাজ্যের লুইসভিলে একটি ক্রিকেট ভেন্যু ভারতীয় কিংবদন্তী সুনীল গাভাস্কারের নামে রাখা হয়েছে। ভারতীয় কোনো ক্রীড়াবিদের নামে এ ধরনের ঘটনা এটাই প্রথম।

সুনীল গাভাস্কর নামে এই ক্রিকেট ভেন্যুটি গত ১৫ অক্টোবর চালু হয়। এই ভেন্যুটি লুইসভেলি ক্রিকেট ক্লাবের হোমগ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হবে। ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে মিডওয়েস্ট ক্রিকেট লিগে ৪২টি দলের মধ্যে লুইসভেলি ক্রিকেট ক্লাব একটি।

যুক্তরাষ্ট্রে নিজের নামে ভেন্যু হওয়াটাকে বড় সম্মান হিসেবে দেখছেন গাভাস্কার। তার ভাষ্য মতে, ‘এমন সম্মানে আমি খুবই আনন্দিত। আমার নামে ক্রিকেট মাঠের নাম হওয়াটাকে অনন্য এক সম্মান মনে করছি। বিশেষ করে এমন একটি দেশে যেখানে ক্রিকেট প্রধান খেলা নয়।’

উদ্বোধনী অনুষ্ঠানে গাভাস্করের সম্মানে এক ডিনার পার্টির আয়োজন করে ক্লাবটি। ওই সময় উপস্থিতি ছিলেন লুইসভেলির মেয়র গ্রেগ ফিসের।’

ওই অনুষ্ঠানে ফিসের বলেন, ‘আমরা বৈশ্বিক সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হতে চাইছি। ক্রিকেটও আমাদের শহরের খেলাগুলোর মধ্যে অন্যতম। আশা করছি এখানে স্থানীয় লোকেরা ক্রিকেটের প্রতি আরও আগ্রহী হবে।’